আওয়ার ইসলাম: বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সংকট জিইয়ে থাকলে বিশ্বের স্বার্থ বিঘ্নিত হবে, সবার অমঙ্গল হবে ও বিশ্বের স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট হুমকি।
আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা সফররত কানাডার প্রধানমন্ত্রীর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রি’র সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে আর্ন্তজাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে। রোহিঙ্গা সংকট জিইয়ে থাকলে বিশ্বের স্বার্থ বিঘ্নিত হবে, সবার জন্য অমঙ্গল হবে। সকলের স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট একটি হুমকি।
রোহিঙ্গা সংকট মতো সিরিয়াস বিষয় সহজেই সমাধান হবে না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, রাখাইনে এখনো অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এখনো সেখানকার বাসিন্দারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছে। তবে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য যা যা প্রয়োজন সব করবে বাংলাদেশ।
এসময় কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রি বলেন, ‘নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই জরুরি। রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চায়, তবে নিরাপত্তা ও নাগরিক অধিকার দিতে হবে মিয়ানমার।
-এটি