আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারান্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করেছে দলটি।
এর বদলে দু'দিনের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
রিজভী বলেন, আগামী শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুধু ঢাকা বিএনপির উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
এছাড়া ৯ ফেব্রুয়ারি একই দাবিতে ঢাকা মহানগরী বাদে দেশের অন্য জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
আরআর