আওয়ার ইসলাম: দুদুক-এর ভুলে দীর্ঘ ৩ বছর টাঙ্গাইলের জাহালমকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, বিনাদোষে কারাভোগকারী জাহালমের জীবনের মূল্যবান ৩টি বছর কে ফেরৎ দিবে? সম্পূর্ণ অন্যায়ভাবে একজনের পরিবর্তে অন্যজনের উপর জুলুম নির্যাতনের ঘটনা কোনভাবেই গ্রহনযোগ্য নয়।
দুদক কোনভাবেই এ অন্যায় কর্মকান্ডের দায় এড়াতে পারে না। এরসাথে জড়িত দুদক-এর সকল কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জাহালমকে প্রয়োজনীয় ক্ষতিপুরণ দিতে হবে। জাহালমের মুক্তির নির্দেশদানকারী হাইকোর্টের সংশ্লিষ্ট বেে র বিচারকগণ ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, এ জাহালমের মত বহু নিরাপরাদ মানুষ আজ জুলুম নির্যাতনে শিকার। বিশেষকরে রাজনৈতিক গায়েবী মামলায় লাখ লাখ মানুষ জেল-জুলুমের শিকার হচ্ছে। জেলখানায় অধিকাংশ মানুষ আজ বিনাবিচারে বন্দী। ধারণক্ষমতার কয়েকগুন বেশী বন্দীকে অমানবিকভাবে কারাগারে রাখা হয়েছে। দেশের মানুষের উপর এহেন জুলুম নির্যাতন মানবাধিকারের পরিপন্থী।
বিবৃতিতে নেতৃদ্বয় দাবী করেন, দুদক-এর ভুলে অন্যায়ভাবে ৩ বছর কারাভোগকারী টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালমকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে হবে। রাজনৈতিক গায়েবী মামলায় বন্দী সকল নাগরিককে মুক্তি দিতে হবে। ভবিষ্যতে যাতে নিরাপরাধ মানুষ এরকম দুর্ভোগের শিকার না হয় সে জন্যে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
-এটি