সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


খালেদার নাইকো দুর্নীতি মামলার শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি হবে আজ।

সোমবার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে অভিযোগ গঠনের শুনানি হবে।

বেলা সাড়ে ১১টার পর খালেদা জিয়ার উপস্থিতিতে শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলাটিতে এদিন আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং সাবেক সচিব শহীদুল ইসলামের পক্ষে শুনানি শেষ করার পর সাবেক এ প্রধানমন্ত্রীর পক্ষে চার্জ শুনানি শুরু করার কথা রয়েছে।

আসামি মওদুদ ও শহীদুল ইলামের পক্ষে এর আগে একাধিক দিন শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৩ ডিসেম্বর এ মামলার অন্যতম আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের আংশিক অভিযোগ গঠন শুনানি হয়।

ওই দিন তার (মওদুদ) পক্ষে শুনানি শেষ না হওয়ায় বিচারক ২১ জানুয়ারি দিন ধার্য করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ