আওয়ার ইসলাম: সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলনকারীদের শীর্ষ নেতা হাসান আল মামুন ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।
আজ সেমাবার দুপুর ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
হাসান আল মামুন আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে করার দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘিরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, আমি লাইব্রেরিতে পড়ছিলাম। এমন সময় শুনি, কেউ একজন ‘বাঁচাও’, ‘বাঁচাও’ বলে চিৎকার করছে। পরে সেখানে গিয়ে দেখি কোটা সংস্কার আন্দোলনের নেতা মামুন আহত অবস্থায় পড়ে আছে।
মামুন জানান, ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র হলের বাইরে করার দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ছিল। সবাই একসঙ্গে যাওয়ার কথা ছিল।
আমি আগে চলে আসায় গ্রন্থাগারের সামনে অপেক্ষা করছিলাম। হঠাৎ করেই এমন সময় সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাইসুল ইসলামের নেতৃত্বে ২০-২৫ জনআমার ওপর হামলা করে বলে অভিযোগ করেন মামুন।
-এটি