আওয়ার ইসলাম: সাবেক প্রধানমন্ত্রী হুসেইন মুহম্মদ এরশাদের দাবি অনুযায়ী রাখাইনে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে হবে বলে মনে করেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের (জিএম কাদের)।
আজ রোববার (৩ ফেব্রুয়ারি) জাপার বনানী কার্যালয়ে রক্তাক্ত রাখাইন বইয়ের প্রকাশনা উৎসবে জিএম কাদের এ মন্তব্য করেন।
হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী’র লেখা রক্তাক্ত রাখাইন বইটি একুশে বই মেলায় পাওয়া যাবে বলেও জানান তিনি।
জিএম কাদের বলেন, জাতীয় পার্টি কারো পাতানো খেলায় অংশ নেবে না। সংসদে গৃহপালিত বিরোধীদল হতে যাবে না কখনোই। সংসদীয় গণতন্ত্রে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টি প্রতিটি অধিবেশনে ভূমিকা রাখবে। সংসদে সদস্য সংখ্যা কোনো বিষয় নয়, কতোটা ভূমিকা রাখতে পারবো সেটাই বড় কথা।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী প্রমুখ।
-এটি