সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


‘ডাকসু নির্বাচনে সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ বলেছেন, ডাকসু নির্বাচনে সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণ ও ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে হবে। তথাকথিত প্রগতিশীলতার দোহাই দিয়ে আদর্শিক ছাত্র সংগঠনগুলোকে ডাকসু নির্বাচন থেকে দূরে রাখা সাধারণ ছাত্র সমাজ মেনে নেবে না।

তিনি বলেন, বর্তমান জনবিচ্ছিন্ন সরকার ছাত্র-জনতার স্বাধীন মতপ্রকাশকে ভয় পায়। তাই সভা-সমাবেশের উপর বাধার সৃষ্টি করছে। ইসলামী ছাত্র মজলিসের আজকের শান্তিপূর্ণ র‌্যালীতে বাঁধা দেয়া হয়েছে। কিন্ত সভা-সমাবেশে বাধা দিয়ে ছাত্র-জনতাকে বেশি দিন দাবিয়ে রাখা যাবে না।

আজ ১ ফেব্রয়ারি সকাল ৯টায় বিজয়নগরস্থ মজলিস কার্যালয়ের সামনে ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মুহাম্মদ তাইফুর রহমানরে সভাপতিত্বে ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মুহাম্মদ আবদুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল ও তাওহিদুল ইসলাম তুহিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ মনির হোসাইন, নারায়নগঞ্জ মহানগরী সভাপতি শাব্বির আহমদ, কুষ্টিয়া শহর সভাপতি মুহাম্মদ রায়হান আলী, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর বায়তুলমাল সম্পাদক এইচ এম হুমায়ুন কবির আজাদ, ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক কে এম ইমরান হোসাইন, উত্তরের সাধারণ সম্পাদক আজীজ উল্লাহ আহমদী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েল সাবেক সভাপতি এনামুল হক সা’দী, এনায়েত রাব্বী একরাম, শাবিপ্রবির সাবেক সভাপতি খসরুল আলম প্রমুখ।

তিনি আরও বলেন, আদর্শিক শূন্যতার কারণে দেশে আজ নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। গুম, খুন, দুর্নীতি, নারী নির্যাতন, প্রশ্নপত্র ফাঁস, মাদক দ্রব্যের ছোবলে দেশ ছেয়ে গেছে। এ অবস্থা থেকে দেশ- জাতিকে রক্ষা করতে হলে কুরআন –সুন্নাহর শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।

ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদশর্কে বাস্তবায়ন করতে হবে। ইসলামী ছাত্র মজলিসের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরী আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী আয়োজিত আজকের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ও র‌্যালি বায়তুল মোকাররম উত্তর গেইটে হওয়ার কথা থাকলেও পুলিশী বাঁধার করণে সেখানে সমাবেশ করতে না পেরে বিজয়নগরস্থ মজলিস কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ