বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
হাসিনার নৃশংসতার প্রতিবাদে জেগে ওঠে ছাত্র-জনতা : তথ্য উপদেষ্টা  রংপুরে সেদিন বৃষ্টি নয়, ঝরেছিল ছাত্র-জনতার রক্ত : চিফ প্রসিকিউটর সাজদায়ে সাহুর সঠিক পদ্ধতি কী?  প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে তিন উপদেষ্টা তিয়শ্রী উলামা পরিষদের উদ্যোগে তাফসির মাহফিল ৭ সেপ্টেম্বর ওয়াই-ফাইয়ের রেডিয়েশন, স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? মৌসুমি সবজির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষকরা : স্বরাষ্ট্র উপদেষ্টা ‘নির্বাচনের রোডম্যাপ কালই ঘোষণা হতে পারে’ ‘একই স্থানে মসজিদ-মন্দিরের জমি প্রদান প্রমাণ করে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ’ আন্তর্জাতিক স্কলার্স সেমিনারে বাংলাদেশ ও ব্রিটেনের প্রতিনিধি ড. মাওলানা শুয়াইব আহমদ

বুধবার ঐক্যফ্রন্টের কালোব্যাজ ধারণ, ২৪ ফেব্রুয়ারি গণশুনানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ‘ডাকাতির’ অভিযোগ এনে এর প্রতিবাদে আগামী বুধবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে কালোব্যাজ ধারণ ও ২৪ ফেব্রুয়ারি প্রার্থী ও ভুক্তভোগীদের নিয়ে গণশুনানি করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক হয়।

মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বর যে প্রহসনের নির্বাচন হয়েছে, তার প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি বিকেলে ৩ টা থেকে ৪ টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে কালোব্যাজ ধারণ এবং ২৪ ফেব্রুয়ারি প্রার্থী ও ভুক্তভোগীদের অংশগ্রহণের গণশুনানি অনুষ্ঠিত হবে। এর স্থানটা পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর চা-চক্রে জাতীয় ঐক্যফ্রন্ট যাবে কি না?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভোট ডাকাতির পর এই চা-চক্রের যে আয়োজন সেটাকে আমরা একটা পরিহাস। সুতরাং এই চা-চক্রে যাওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।’

গণফোরামের দুই সংসদ সদস্য শপথ নেবে কি না? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটার ব্যাপারে আমি কিছু বলতে পারব না। এটা গণফোরামের বিষয়।’

এ সময় ড. কামাল হোসেন বলেন, ‘আমরা আগেই দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছি, আমাদের কেউ শপথ নেবেন না। সুতরাং এ ব্যাপারে নতুন করে কিছু বলার নেই।’

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠিতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ