রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল!

কুমিল্লায় মহাসড়কে একদিনে ঝরল ৮ প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একই দিনে কুমিল্লায় আলাদা চারটি সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ শনিবার (১৯ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর, ইলিয়টগঞ্জ, বুড়িচংয়ের কোরপাই ও ক্যান্টনমেন্ট এলাকায় এসব ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের বরাতে জানা যায়, বিকেল সোয়া ৩টার দিকে মহাসড়কের গৌরীপুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক নারীকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ওই নারীসহ বাসের দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হন বাসটির ১০ যাত্রী।

দুপুরে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু হয়। দুপুর ১২ টার দিকে মহাসড়কের বুড়িচংয়ের কোরপাইয়ে মৃত্যু হয় দুইজনের। পুলিশ জানিয়েছে, ঢাকাগামী একটি পাজেরো জিপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে জিপটির দুই আরোহির মৃত্যু হয়।

সকালেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ইলিয়টগঞ্জে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস ইলিয়টগঞ্জ ব্রিজ এলাকায় একটি কাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়।

এসময় পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয় গ্রীন লাইন বাসটিকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসটির সুপারভাইজারের। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাসটির হেলপার।

নিহত হেলপার মানোয়ার হোসেন মানিকগঞ্জ জেলা সদরের ইদ্রিস মিয়ার ছেলে এবং সুপারভাইজার ফাহাদ আল রাজী ফয়সাল কুমিল্লা জেলার সদর দক্ষিন উপজেলার লালবাগ এলাকার মৃত কায়কোবাদের ছেলে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো ও নিহতদের লাশ উদ্ধার করেছে বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ