আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন আজ শনিবার বিকালে সংবাদ সম্মেলন করবেন। বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হবে।
শুক্রবার (৩০ নভেম্বর) রাতে যুক্তফ্রন্টের বৈঠকের পর এ জোটের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনে গণতান্ত্রিক নেতাকর্মীরা যাতে মাঠে থাকতে না পারে ও নির্বাচনে অংশ নিতে না পারে, এজন্য পুরনো কায়দায় মিথ্যা মামলায় তাদের আসামি করা হচ্ছে। তাদের গায়েবি মামলায় গ্রেফতার করা হচ্ছে। নির্বাচনে যারা প্রার্থী তাদেরও গ্রেফতার করা হচ্ছে।
নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড-এর ন্যূনতম অবস্থা এখন নেই। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অব্যাহত গ্রেফতার-মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে সরকার ও ইসিকে কড়া বার্তা দিতে আজ সংবাদ সম্মেলন করবেন ড. কামাল।’
তিনি বলেন, ‘আমরা এ অবস্থার পরিবর্তন চাই। অবিলম্বে গ্রেফতার বন্ধ করতে হবে। ঘরে ঘরে তল্লাশি বন্ধ করতে হবে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। যাদের গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার জন্য সরকার ও নির্বাচন কমিশনকে দায় নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘ঐক্যফ্রন্ট যেকোনো অবস্থাতে নির্বাচনে থাকবে এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করবে।’
আসন বণ্টনের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসন বণ্টনের হিসাব পাবেন ২ ডিসেম্বরের পরে। অর্থাৎ বাছাই হয়ে গেলে আমরা আপনাদের চূড়ান্ত হিসাব জানাতে পারব।’
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইশতেহার প্রণয়নের কাজ চলছে। শিগগিরই আপনারা ইশতেহারও দেখতে পারবেন।’
‘নির্বাচন সুষ্ঠু হলে ৩০ আসনের বেশি পাবে না আওয়ামী লীগ’