রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭

শিরোনাম :
এনসিপি কি শেষ পর্যন্ত রাজনৈতিক আত্মহত্যার পথটাই বেছে নেবে? শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ইসলামী আন্দোলন ও জামায়াত মাঠে নামছে বছরের শুরুতেই লেবানিজ সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে যাবে না হিজবুল্লাহ ঈমান-ঐক্য-আত্মবিশ্বাসের মাধ্যমে বিশ্বে নতুন বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে ইরান: খামেনি ভোটে লড়তে অ্যাটর্নি জেনারেল পদ ছাড়লেন আসাদুজ্জামান পাগলা মসজিদের দানবাক্সে ৩৬ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা আজ দুপুরে মনোনয়নপত্র জমা দেবেন ইবনে শাইখুল হাদিস ‘হাদির হত্যাকারীদের আটকে ব্যর্থতা সরকারের অনেক অর্জনকে ম্লান করবে’ কুমিল্লা–৭ (চান্দিনা) আসনে খেলাফত মজলিসের মনোনয়ন পেলেন মাওলানা সোলায়মান খান

বিএনপির বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালাচ্ছে সরকার: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নামে-বেনামে ওয়েবসাইট খুলে ক্ষমতাসীনরা বিএনপির বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’ ও সাইবার যদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গণবিচ্ছিন্ন অবৈধ সরকার নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রীয় অর্থে বিএনপির বিরুদ্ধে কুৎসিত সাইবার যুদ্ধ শুরু করেছে। অনলাইনে আওয়ামী সমর্থক ও পেইড অ্যাক্টিভিস্টরা কোনো তথ্যপ্রমাণ ছাড়াই জিয়া পরিবারের বিরুদ্ধে কুৎসা রটাতে এই হাইপার প্রোপাগান্ডা চালাচ্ছে, তথ্য সন্ত্রাস চালাচ্ছে।

তিনি আরো অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নির্জলা মিথ্যাচার, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অশ্লীল রুচিহীন অপপ্রচার চালিয়ে গত ১০ বছরের গুম-খুন-অত্যাচার-নির্যাতন-নিপীড়ন-জেল-জুলুম-সর্বগ্রাসী লুটপাট ও দুঃশাসন থেকে সরকার ভোটারদের দৃষ্টি অন্যদিকে সরাতেই বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে।

কয়েকটি পোর্টালের নাম উল্লেখ করে রিজভী বলেন, আওয়ামী লীগ এই গর্হিত অপকর্ম অর্ধশতাধিক অনলাইন পোর্টাল, ইউটিউব চ্যানেল ও ফেইসবুক গ্রুপে ব্যবহার করছে। এগুলোর মধ্যে আছে, বাংলা ইনসাইডার, বাংলা নিউজ পোস্ট, আমাদের রাজনীতি।

চিরায়ত বাংলাদেশ, নিউজ ফর অল, ছবির মতো দেশ, বাংলাদেশী ভাইরাল ভিডিও, চেয়ারম্যান সাব, গেরিলা ৭১, শোন হে বাঙালী, সাইবার ফোর্স ৭১, রক্ত ঋণ একাত্তর, বঙ্গবন্ধু সাইবার ফোর্স, বঙ্গবন্ধু ডিজিটাল ব্রিগেড, আম জনতা, ভোরের পাতা, গুজবে কান দিবেন না, মোহাম্মদ এ আরফাত প্রভৃতি।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জিয়াউর রহমান খান, নাজমুল হক নান্নু, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, সাইফুল ইসলাম পটু প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ