আওয়ার ইসলাম: আপিল বিভাগের আদেশের ফলে এখন আর বিচারিক আদালতে দুই বছরের বেশি সাজাপ্রাপ্তরা নির্বাচনে যেতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুধবার দুপুরে হাইকোর্টে এ কথা জানান তিনি।
মাহবুবুল আলম আরো বলেন, দণ্ডিতরা মামলা থেকে সম্পূর্ণ খালাস পাওয়ার আরো পাঁচ বছর পরই নির্বাচনে অংশ নিতে পারবেন। এক্ষেত্রে নির্বাচন কমিশন সংবিধান ও আদালতের আদেশ মানতে বাধ্য বলেও জানান তিনি।
ড্যাব নেতা ডা. জাহিদের প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি আদালতে পিটিশন নিয়ে গেলেও আপিল বিভাগ কোনো আদেশ দেননি। ফলে সাজা বাতিলের বিষয়ে বাকি চারজনের ক্ষেত্রেও একই আইন বজায় থাকবে।