বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


নির্বাচন করছেন না সোহেল তাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। তিনি শুক্রবার যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে জানা গেছে।

তবে তিনি নির্বাচন না করলেও দলের প্রার্থীর প্রচারে কাজ করবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব আবু কাউছার। এ জন্য তিনি নির্বাচনের আগে দেশে ফিরে আসবেন।

সোহেল তাজ সাম্প্রতিক এক বক্তব্যে বলেন, আমি আছি, থাকব। রাজনীতি না করলেও আমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও আমার পিতা তাজউদ্দীনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব।

সোহেল তাজ ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন। কিন্তু অজানা কিছু কারণে তিনি একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ২০১২ সালের ৭ জুলাই সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

তারপর অনেকটা নীরবেই সময় কাটছে তার। দল ও অন্য কোনো কাজেই আর তাকে সক্রিয় দেখা যায়নি।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক তাজউদ্দীন আহমদ ও সৈয়দা জোহরা তাজউদ্দীনের একমাত্র ছেলে সোহেল তাজ।

খালেদাকে নিয়ে ‘হার লাইফ, হার স্টোরি’ আসছে আজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ