আওয়ার ইসলাম: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বলেছেন, তথাকথিত নূর হোসেন একজন অল্পশিক্ষিত, মূর্খ ও দরিদ্র টাইপের লোক। আর্টিস্ট দিয়ে তার বুকে-পিঠে শ্লোগান লিখে, সাজিয়ে-গুছিয়ে নিয়ে আসা হয়।
তিনি বলেন, আমাদের পূজোর সময় পাঁঠাকে গোসল করিয়ে, তেল-সিঁদুর মেখে, ঠাকুরের সামনে এনে বলি দেয়, ঠিক তেমনি। প্রাণ যায় পাঁঠার, পূণ্য হয় আমার। তেমনি নূর হোসেনকে বলির পাঁঠা করা হয়েছিলো।
শনিবার (১০ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ‘গণতন্ত্র দিবস’ পালনে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে নিহত নূর হোসেনকে দেশের ‘গণতন্ত্রের প্রতীক’ মনে করা হয়। প্রতিবছর ১০ নভেম্বর দেশের পালন করা হয় ‘গণতন্ত্র দিবস।
সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেন, প্রতিদিনই অগণতান্ত্রিকভাবে র্যাব, পুলিশ, অন্যরা মাদক প্রতিরোধের নামে, সন্ত্রাস দমনের নামে মানুষ মারছে। তাতে গণতন্ত্রের কিছু হচ্ছে না। অথচ এক নূর হোসেনে গণতন্ত্র চলে গেলো! এরশাদ স্বৈরাচার হয়ে গেলেন!
রাঙ্গা বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ গণতন্ত্রকে হত্যা করেননি, তিনি গণতন্ত্রের মানসপুত্র।