আওয়ার ইসলাম: ঢাকা থেকে রাজশাহী অভিমুখে পূর্বঘোষিত রোড মার্চ কর্মসূচি বাতিলের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
এর পরিবর্তে আগামী শুক্রবার (৯ নভেম্বর) রাজশাহীতে পূর্বনির্ধারিত জনসভা করবে এ জোট।
বুধবার (০৭ নভেম্বর ) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে গণভবনে সংলাপ শেষে মির্জা ফখরুল বলেছিলেন, আমরা বৃহস্পতিবার রোডমার্চ করে রাজশাহী যাবো।
এদিকে জাতীয় ঐক্যফ্রন্ট শুক্রবার (৯ নভেম্বর) রাজশাহীতে তাদের বিভাগীয় সমাবেশ করার অনুমতি পেয়েছে। বুধবার (৭ নভেম্বর) বিকেলে মহানগরীর গণকপাড়া মোড়ে সমাবেশের জন্য পুলিশ তাদের অনুমতি দিয়েছে।
তবে সমাবেশের জন্য ঐক্যফ্রন্টের প্রথম পছন্দ ছিল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ। কিন্তু সেখানে সমাবেশের অনুমতি মেলেনি।