আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, তফসিল ঘোষণার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে।
আজ সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, সেনাবাহিনী সোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছে। তারা সেনাবাহিনী মোতায়নের দাবি জানিয়েছেন, সিইসি তাদের জানিয়েছে এখনো তফসিল ঘোষণা হয়নি। তফসিলের পর নির্বাচন কমিশনাররা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ইসি সচিব বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সংলাপ হবে। তারা অনুরোধ করেছেন, নিবাচন কমিশন যাতে একটু লক্ষ্য রাখে।
এর পরপরই যাতে তফসিল ঘোষণা করা হয়। যেহেতু তফসিল ঘোষণার এখতিয়ার নির্বাচন কমিশনের। তাই কমিশন সেটা খেয়াল করে দেখবেন, আগামি ৮ তারিখের বৈঠকে সংলাপের ফলাফল প্রতিফলিত হতে পারে।
তিনি বলেন, এখন ৮ নভেম্বর তফসিল ঘোষণার পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। তফসিল পেছানোর সম্ভাবনা আছে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ৮ নভেম্বর সকাল ১০টায় কমিশন সভা হবে। ওই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র, ভোটারদের নিরাপত্তা এবং পোলিং এজেন্টদের নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান সচিব।
শাপলা চত্বরে কেউ নিহত হয়নি এমন বক্তব্য মিথ্যাচার: আল্লামা বাবুনগরী