আওয়ার ইসলাম: মিরপুর-২ নম্বরে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে।
সোমবার সকাল ৯টার দিকে সুইমিংপুলের বিপরীত পাশে নতুন পানির পাম্পসংলগ্ন ওই মার্কেটটিতে আগুন লাগে। এতে মার্কেটের তিনটি রেডিমেট কাপড়ের শোরুম পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একতলা মার্কেটটিতে সকাল ৯টার দিকে আগুন লাগে। আগুন লাগার সময় মার্কেটটি তালাবদ্ধ ছিল। তবে আগুন লাগার কারণ এখনও কেউ জানাতে পারেনি।
আগুনে টেক্স পয়েন্ট, কালারস ও ব্যাং নামে তিনটি রেডিমেট কাপড়ের শোরুম পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া মার্কেটের ভেতরে দুটি চায়ের দোকান ও একটি মোটর পার্টসের দোকানও পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শোকরানা মাহফিল থেকে আলেমদের যত প্রস্তাব