আওয়ার ইসলাম: শুরু থেকেই অনিয়মে জর্জরিত নতুন ব্যাংকগুলো। আগ্রাসী ব্যাংকিংয়ের কারণে পাঁচ বছরেই তাদের খেলাপি ঋণ দাঁড়িয়েছে আড়াই হাজার কোটি টাকা।
যার দেড় হাজার কোটি টাকাই শুধু ফারমার্স ব্যাংকের। এমন পরস্থিতিতে আরো নতুন ব্যাংক অনুমোদনের বিপক্ষে বিশ্লেষকরা।
রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া নয় ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০১৩ সালে। মাত্র পাঁচ বছরের মাথায় বিপুল অঙ্কের খেলাপি ঋণের কবলে পড়েছে এসব ব্যাংক। ব্যবসা-বাণিজ্যে মন্দা ও প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে আগ্রাসী ব্যাংকিংয়ে ঝুঁকে পড়ে কয়েকটি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, নতুন ব্যাংকের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি খেলাপি ঋণ ফারমার্স ব্যাংকের। সবশেষ হিসাবে, ব্যাংকটির খেলাপি ঋণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ খেলাপি ঋণের তালিকায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক। নানা অনিয়ম-অভিযোগের এক পর্যায়ে ফারমার্সের মতো এ ব্যাংকের নেতৃত্বেও পরিবর্তন আসে।
বিপুল অঙ্কের খেলাপি ঋণ আর্থিক খাতে ঝুঁকি তৈরি করছে, আশঙ্কা বিশ্লেষকদের। তবে, বাংলাদেশ ব্যাংক বলছে, অনিয়ম রোধে আরো কঠোর হচ্ছে তারা।
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর এমন খারাপ অবস্থার মধ্যে পুলিশ কল্যাণ ট্রাস্টের কমিউনিটি ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাজনৈতিক বিবেচনায় অনুমোদনের অপেক্ষায় আছে আরো ৩টি ব্যাংক।
শুকরানা মাহফিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থী নিহত