আওয়ার ইসলাম: সুন্দরবনে তিন মাস পর্যটন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। অাগামী বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বন বিভাগের কর্তকর্তারা জানান, উদ্ভিদের উৎপাদন ও বন্যপ্রাণীর প্রজনন বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তে পযর্টনখাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ট্যুর অপারেটররা।
সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার এলাকা দেশের উদ্ভিদ এবং বন্যপ্রাণীর বৃহত্তম অভয়ারণ্য। তবে, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে এসব উদ্ভিদ এবং প্রাণীকূল সঙ্কটের মধ্যে রয়েছে এই মুহূর্তে।
এছাড়াও পর্যটকদের আনাগোনার কারণে এদের উৎপাদন এবং নিরাপদ প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। আর পর্যটকরা রয়েল বেঙ্গল টাইগার ও হরিণসহ বন্যপ্রাণী আধিক্য এলাকাগুলোতে ঘুরতেই বেশি পছন্দ করে। যা প্রাণীদের প্রজননের জন্য বিপদজনক।
তাই বন্যপ্রাণীর প্রজনন মৌসুম জুন থেকে আগস্ট সুন্দরবনের ৫২ শতাংশ এলাকায় পর্যটক নিষিদ্ধ করা হচ্ছে।
রাতযাপন নিষিদ্ধ হচ্ছে সেন্টমার্টিনে