আওয়ার ইসলাম: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা সংলাপে কিছুই পাইনি। এটা সংলাপ নয় সংলাপের নামে দেশে তামাশা চলছে।
শনিবার (০৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচন ভাবনা ও জন প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের সঙ্গে সংলাপ সফল হয়নি বলে সরকার এখন তাদের সঙ্গীদের সঙ্গে সংলাপ করছে।
সংসদ ভেঙে, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচনের দাবি তোলা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগ সংলাপে বসে ১ নভেম্বর। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার বৈঠকে নানা প্রসঙ্গে কথা হয়।