আওয়ার ইসলাম: আরো একটি জোটের সঙ্গে সংলাপ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সংলাপে তিনি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই সরকারের একমাত্র লক্ষ্য।
শুক্রবার রাতে গণভবনে সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তফ্রন্টের বেশ কিছু দাবি মেনে নেয়া হয়েছে। ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীও বলেছেন, ফলপ্রসু হয়েছে সংলাপ।
ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিনে বিকল্প ধারা নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্টের সঙ্গে বসেন ১৪ দলের নেতারা। ক্ষমতাসীন জোটের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আর যুক্তফ্রন্টের ২১ সদস্যের নেতৃত্বে ছিলেন বদরুদ্দোজা চৌধুরী।
তিন ঘণ্টার সংলাপের শুরুতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময়, আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
সংলাপে, সংসদ ভেঙ্গে দেয়াসহ সাত দফা দাবি জানায় যুক্তফ্রন্ট। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, তাদের বেশিরভাগ দাবিই মেনে নেয়া হয়েছে।
রাত এগারটায় গণভবন থেকে বের হন যুক্তফ্রন্টের নেতারা। রাজধানীর বারিধারায় সংবাদ সম্মেলন করেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী।
আগামী চার নভেম্বর জাতীয় পার্টি নেতৃত্বাধীন জোটের সাথে সংলাপ করবে ১৪ দল। এরপর ৯ নভেম্বর পর্যন্ত চলবে রাজনৈতিক সংলাপ।
-এটি
শুকরানা মাহফিলের প্রস্তুতি সম্পন্ন, আসছেন আল্লামা শফী