আওয়ার ইসলাম: চট্টগ্রাম শহরের ডিসি রোডে অবস্থিত বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের নগর কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।
শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যার দিকে এ বোমা বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহসীন।
নিরাপত্তা বাহিনীর বরাতে আরো জানা যায়, পরপর তিন, চারটি বোমা বিস্ফোরণ হয়েছে একই জায়গায়। এলাকা ঘিরে রাখা হয়েছে, অভিযান পরিচালনা করা হচ্ছে। বোমা বিস্ফোরনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কী না এখনো জানা যায়নি।
শুকরানা মাহফিলের প্রস্তুতি সম্পন্ন, আসছেন আল্লামা শফী