আওয়ার ইসলাম: খালেদা জিয়াকে মুক্তি ছাড়া সংলাপ অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭ দফা দাবি না মানলে সংলাপের কোন মানে নেই বলেও মন্তব্য তার। বৃহস্পতিবার সকালে ঢাকার মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে বিএনপির অনশন কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
এ সময় মওদুদ আহমদ বলেন, দেশে ভোটের অধিকার ফিরিয়ে আসার জন্য খালেদা জিয়ার মুক্তি জরুরি। দুই মামলায় খালেদা জিয়ার সাজা বাতিল ও মুক্তির দাবিতে মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে প্রতীকী অনশন করে বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা অনশনে অংশ নেন। এ উপলক্ষে মহানগর নাট্যমঞ্চ ও আশেপাশের এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
গত মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল রায়ে খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করে হাইকোর্ট।
তার আগের দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। গত ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।
মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া আছিয়া বিবির বেকসুর খালাস!