বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


স্মার্টফোন চার্জ হবে মাত্র ৫ মিনিটে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হুয়াওয়ে মেইট টুয়েন্টি সিরিজের স্মার্টফোন ব্যবহারে চার্জের সমস্যা নিয়ে ভাবতে হবে না আর। মাত্র পাঁচ মিনিটের চার্জে সারাদিন ব্যবহার করা যাবে।

মেইট টুয়েন্টি সিরিজের ডিভাইসে রয়েছে ৪ হাজার ২০০ এমইএইচ ব্যাটারি। দ্রুত চার্জের জন্য রয়েছে তার ও তারবিহীন সুপার চার্জের সুবিধা। এর সঙ্গে রয়েছে চমকপ্রদ রিভার্স চার্জিং সিস্টেমসহ আরো অনেক কিছু।

চার্জ ফুরিয়ে গেলে আরেকটি মেইট স্মার্টফোনের সঙ্গে পাশাপাশি ধরেই চার্জ করা যাবে। চার্জারের নিরাপত্তা নিশ্চিত করতে এই ফোনে জার্মানির টিইউভি সার্টিফাইড ব্যাটারি ব্যবহার করা হয়েছে তাতে।

চীনের সাংহাইতে অত্যাধুনিক এ ফ্লাগশিপ ফোনটি উদ্বোধন করা হয় গত শুক্রবার। এছাড়াও হুয়াওয়ে মেইট টুয়েন্টি সিরিজের চারটি আলাদা সংস্করনে রয়েছে বন আইডি (ভয়েস রিকগনিশন) প্রযুক্তি।

এর মাধ্যমে ব্যাবহারকারীর ভয়েসের মাধ্যমে সহজেই ফোনটি আনলক করা যাবে। এছাড়া আঙুলের ছাপ এবং থ্রিডি ফেইস আইডির মাধ্যমেও ফোনটি আনলক করা যাবে।

সূত্র: সিএনএন

সংবর্ধনা বিষয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না: প্রস্তুতি সভায় আলেমগণ
‘বেফাকভুক্ত কোনো মাদরাসা মাওলানা সাদ অনুসারী হলে বহিস্কার’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ