আওয়ার ইসলাম: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে শনিবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশনে কমিশনাররা বৈঠক করবেন।
এর আগে ৪ নভেম্বর তফসিল নিয়ে কমিশনে বৈঠক হওয়ার কথা ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন, ৩ নভেম্বর বিকেল তিনটায় কমিশনে বৈঠক ডাকা হয়েছে। নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।
তফসিল ঘোষণার বিষয়েও আলোচনা হতে পারে। তফসিল চূড়ান্ত হলে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
এর আগে ১ নভেম্বর বঙ্গভবনে নির্বাচন কমিশনারদের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। সেখানেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ এবং তফসিল নিয়ে আলোচনা হবে।
এদিকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ১১টায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ইসি যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, আসন্ন সংসদ নির্বাচনের তফসিলের আগে ইসির নেওয়া প্রস্তুতি বাস্তবায়নে বিভিন্ন আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হবে।
যাতে নির্বাচনের সময় বিভিন্ন মন্ত্রণালয় ও ইসির মধ্যে কাজের সমন্বয় করা যায়। চিঠিটি গত ২২ অক্টোবর ৩৬ প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে।
সংবর্ধনা বিষয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না: প্রস্তুতি সভায় আলেমগণ
‘বেফাকভুক্ত কোনো মাদরাসা মাওলানা সাদ অনুসারী হলে বহিস্কার’
-এটি