শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ।। ১২ পৌষ ১৪৩২ ।। ৭ রজব ১৪৪৭

শিরোনাম :
ওসমান হাদীর হত্যাকারীদের আটকে ব্যর্থতা এই সরকারের অনেক অর্জনকে ম্লান করবে-মাওলানা গাজী আতাউর রহমান কুমিল্লা–৭ (চান্দিনা) আসনে খেলাফত মজলিসের মনোনয়ন পেলেন মাওলানা সোলায়মান খান জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির নেতাদের চিঠি ৬ মাসেরও বেশি সময় ধরে হাদি হত্যার পরিকল্পনা: তদন্তকারী সংস্থা আমি চলে গেলেও আপনারা ইনসাফের লড়াই থামাবেন না : জাবের এবার রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘গাইডলাইন কর্মশালা’ করবে আস-সুন্নাহ এনসিপি ছাড়লেন তাসনিম জারা, নির্বাচন করবেন স্বতন্ত্র পাগলা মসজিদের দানবাক্সে হাদি হত্যার বিচার চেয়ে চিঠি ‘আলহামদুলিল্লাহ, আমি ইসলামের পক্ষের দুটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী’ ফেনীর আল-জামিয়া আল-মাদানিয়ার ইসলাহি মজলিস ও আবনা সম্মেলন ৩ জানুয়ারি

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

আজ সোমবার নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এরই অংশ হিসেবে সোমবার দুপুরে খালেদা জিয়ার ‘লেফট হিপ জয়েন্টে’র সিটি স্ক্যান ও মেরুদণ্ডের এক্স-রে করানো হয়েছে।

তিনি আরো বলেন, ‘উনার (খালেদা জিয়া) যা যা চিকিৎসা দরকার, আমরা প্রতিদিন ফলোআপ করছি। চিকিৎসা দিচ্ছি। উনার জন্য যা যা চিকিৎসা প্রয়োজন আমরা দিয়ে যাচ্ছি। আগের চাইতে কিছুটা উন্নতি হয়েছে।’

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় পড়ার সময় খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শে আদালতে নেওয়া হয়নি বলেও তিনি জানান।

পরিচালক বলেন, ‘বিএসএমএমইউতে অসুস্থতা নিয়ে ভর্তি আছেন। এখান থেকে মেডিকেল বোর্ড মনে করেনি যে উনি আদালতে হাজিরা দেওয়ার মতো। মেডিকেল বোর্ডই সুপারিশ করেছে না যাওয়ার জন্য।’

বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য গত ৬ অক্টোবর কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়।

আরো পড়ুন-
৭ বছরে নেপালে ১৫টি প্লেন বিধ্বস্ত
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ