আওয়ার ইসলাম: আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় বর্তমান মন্ত্রিসভা যেভাবে আছে হয়তো সেভাবেই থাকে যাবে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হওয়ার কথা রয়েছে। যদিও বিএনপিসহ চারটি রাজনৈতিক দলের মোর্চ জাতীয় ঐক্যফ্রন্ট সংসদ ভেঙে দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এসব দাবি মানা হবে না বলেও জানিয়ে দিয়েছেন ক্ষমতাসীন নেতারা।
এ দিকে এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধারণা দেওয়া হয়েছে, নভেম্বরের শুরুতেই হয়তো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। আর ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি শেষ করতে চান তাঁরা।
এই পরিপ্রেক্ষিতে নির্বাচনকে সামনে রেখে আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সরকারের জ্যেষ্ঠ ও প্রভাবশালী অর্থমন্ত্রীর কাছে গণমাধ্যমকর্মীদের প্রশ্ন ছিল- নির্বাচনকালীন সরকার কবে গঠন হবে?
জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার যেভাবে আছ হয়তো এভাবেই থেকে যাবে। প্রধানমন্ত্রীও বিষয়টি এভাবেই বলেছেন। তারপরও দেখা যাক কী হয়।’
এ সময় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট নিয়ে সরকার ‘মোটেও উদ্বিগ্ন নয়’ বলে জানান অর্থমন্ত্রী।
আরো পড়ুন-
‘সব ইহুদিকে মরতে হবে’ বলেই গুলি, নিহত ১০
বিশ্বসেরা প্রভাবশালী মুসলিমের তালিকায় মাহমুদ মাদানী
বিমান বানালেন চীনের এক রসুন চাষী
এটি/আওয়ার ইসলাম