আওয়ার ইসলাম: নৌমন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান বলেছেন, পরিবহন ধর্মঘট নিয়ে আমি কিছু বলতে চাই না।
রোববার সচিবালয়ে তার দফতর থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা তার কাছে সারাদেশে বাস ধর্মঘট বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, আমি এ বিষয়ে কিছু জানি না।
আপনি শ্রমিকদের সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি- সাংবাদিকরা এমন প্রশ্ন করলেও তিনি এড়িয়ে যান।
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রোববার থেকে সারাদেশে বাস ধর্মঘট শুরু করে শ্রমিকরা।
ধর্মঘটের কারণে রাজধানী ঢাকায় সকাল থেকে অফিসগামী মানুষের ব্যাপক ভোগান্তিতে পড়েছে। কিছু বাস, লেগুনা চলতে দেখা গেলেও যাত্রীদের নামিয়ে দেয়া হয়।
পরিবহন শ্রমিকদের এ কেমন নৈরাজ্য?
-আরআর