আওয়ার ইসলাম: মানহানি মামলায় গ্রেফতার হওয়া তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জন্য কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।
রোববার বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। মইনুল হোসেনের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এ তথ্য জানান।
গত ২৩ অক্টোবর ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে পাঠায় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। কারাগারে তাকে সাধারণ বন্দী হিসেবে রাখা হয়েছে।
গত ২২ অক্টোবর রাজধানীর উত্তরায় জেএসডি নেতা আ স ম আবদুর রবের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। আটকের পরপরই ব্যারিস্টার মইনুলকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। তাকে সেখানে জিজ্ঞাসাবাদও করা হয়।
ব্যারিস্টার মইনুলকে রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৬ অক্টোবর মধ্যরাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন মহিলা’ বলে মন্তব্য করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এ মামলা দাযের করা হয়।
কারাগারের সাধারণ ওয়ার্ডে ৪০ বন্দীর সঙ্গে মইনুল
-এআর