আওয়ার ইসলাম: র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, মাদকবিরোধী অভিযানে নামার পর একটি ভিন্ন জগৎ খুঁজে পেয়েছে র্যাব।
তিনি বলেন, গণমাধ্যমে মাদকের ‘গডফাদার’ এর নামে দু-একজনকে নিয়ে মাতামাতি চলে। কিন্তু মূল বিজনেস (ব্যবসা) অন্যরা করছে। তারা অভিনব পন্থায় ইয়াবা পাচার করছে।
শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মিলনায়তনে ‘মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা’ শীর্ষক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাসন অ্যান্ড টেকনোলজি ও আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে এর আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
মাদকবিরোধী অভিযান শুরুর পর র্যাব ১৭ হাজার ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, ‘শুরুতে আমরা খুচরা বিক্রেতাদের কাছে যাই। এরপর ডিলারদের কাছে। তারপর ক্যারিয়ার (বহনকারী) ইনভেস্টরদের কাছে পৌঁছেছি। এখন যারা আমদানি করছে তাদের দিকে যাচ্ছি।’
তিনি বলেন, ‘আমার জানা মতে কোনো ছোট ব্যবসায়ীকে ধরি নাই। একজনের সঙ্গে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে, প্রতি পিসের দাম যদি ৩০০ টাকা হয় তাহলে ৩০ লাখ টাকার ইয়াবা। এটা কোনো ফকিন্নির কাছে থাকে না।’
আরো পড়ুন-
কওমি সনদের স্বীকৃতি: তসলিমারা কেন ভীত?
বিজেপি নেতার সঙ্গে তসলিমার অবৈধ সম্পর্ক ফাঁস, আছে সন্তানও
‘জামায়াত স্বাধীনতা বিরোধী কিন্তু হেফাজত স্বাধীনতা বিরোধী নয়’
এটি/আওয়ার ইসলাম