আওয়ার ইসলাম: শেষ পর্যন্ত ২৫ শর্তে অনুমোদন পাওয়া চট্টগ্রাম নগরীর নুর আহমেদ সড়কের নগর বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ হচ্ছে বিকালে। এ উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি।
বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সমাবেশে অনুষ্ঠিত হবে। এতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
ঐক্যফ্রন্ট লালদীঘি ময়দান সমাবেশের অনুমতি চাইলেও তা দেয়া হয়নি। শেষ পর্যন্ত নগরীর নুর আহমেদ সড়কের নগর বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশের অনুমোদন পায় তারা।
শুক্রবার বেলা ১১টায় অনুমতি দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান।
তবে স্থানীয়রা জানিয়েছেন, সমাবেশকে ঘিরে কয়েকদিন ধরে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও বাসায় বাসায় তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ বলেছে, কোনো ধরনের নাশকতা যাতে না হয় সে কারণেই পুলিশ তৎপর রয়েছে।
এর আগে সিলেটে প্রথম প্রতিবাদ সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। সে সমাবেশের অনুমোদন পেতেও অনেক চড়াই উৎরায় পাড় হতে হয়।
এর আগে গতকাল বিকাল ৫টার দিকে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতারা নাসিমন ভবনে প্রস্তুতি সভা করেন। এতে নগর বিএনপির ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড ও ১৫টি থানার নেতারা উপস্থিত ছিলেন।
ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন কাদের সিদ্দিকী?
-এসএস