শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ।। ১২ পৌষ ১৪৩২ ।। ৭ রজব ১৪৪৭

শিরোনাম :

কুরআন ও গীতাপাঠের মধ্য দিয়ে শুরু চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হয়েছে। মঞ্চে উপস্থিত হয়েছে জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ অন্যরা।

শনিবার দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই শুরু হয় আনুষ্ঠানিকতা। দুপুর দেড়টার পর কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

এদিকে, সমাবেশস্থলে বাড়ছে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ভিড়। এরই মধ্যে কয়েক হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। তবে তাদের মধ্যে বিএনপি নেতা-কর্মীদের সংখ্যাই বেশি।

সভাস্থলের আশপাশ বিএনপি, ছাত্রদল ও যুবদলের কারাবন্দি নেতাদের মুক্তি চেয়ে ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। নাসিমন ভবনের সামনে মঞ্চ থেকে কাজীর দেউড়ি পর্যন্ত এলাকায় অবস্থান নিয়েছে বিভিন্ন এলাকা থেকে আসা ঐক্যফ্রন্টের কয়েক হাজার নেতাকর্মী। সেখানে বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দেয়া হচ্ছে।

সমাবেশের কারণে কাজীর দেউড়ি নূর আহমদ সড়কের একপাশে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। বিভিন্নস্থান থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দিচ্ছে সমাবেশে।

জানা যায়, সমাবেশ উপলক্ষ্যে শুক্রবার রাতেই চট্টগ্রামে আসেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শনিবার সকালে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামী আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে পৌঁছান। সকাল ১১টার দিকে নগরের জেল রোডে হযরত শাহ আমানতের (র) মাজার জিয়ারত করেন তারা।

আরো পড়ুন-
কওমি সনদের স্বীকৃতি: তসলিমারা কেন ভীত?
বিজেপি নেতার সঙ্গে তসলিমার অবৈধ সম্পর্ক ফাঁস, আছে সন্তানও
‘জামায়াত স্বাধীনতা বিরোধী কিন্তু হেফাজত স্বাধীনতা বিরোধী নয়’

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ