শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ।। ১২ পৌষ ১৪৩২ ।। ৭ রজব ১৪৪৭

শিরোনাম :

অস্বাভাবিকভাবে বাড়ছে দুর্বল প্রতিষ্ঠানের শেয়ারের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতি সপ্তাহেই অস্বাভাবিকভাবে বাড়ছে কিছু স্বল্প মূলধনী ও দুর্বল প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সপ্তাহের ব্যবধানে এসব কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ১০ ভাগ বাড়ার নিয়ম থাকলেও তা বাড়ছে ৪৫ ভাগ পর্যন্ত। এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির দুর্বলতার সুযোগে পুঁজিবাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে মত বিশ্লেষকদের।

বর্তমানে টানা দরপতনে দেশের দুই পুঁজিবাজার। চলতি বছর ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক কমেছে প্রায় ১ হাজার পয়েন্ট। একই সময় বাজার মূলধন কমেছে ৪০ হাজার ২শ কোটি টাকা।

দর পতন অব্যাহত আছে ভাল মৌলভিত্তির কোম্পানির শেয়ারের। কিন্তু পুঁজিবাজারের এমন অবস্থায়ও দর বাড়ছে ছোট, দুর্বল ও জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের।

গ্রাফিক্স--সর্বোচ্চ ১০ ভাগ শেয়ারের দাম বাড়ার নিয়ম থাকলেও অক্টোবরের প্রথম সপ্তাহে জেড ক্যাটাগরিতে থাকা দুলামিয়া কটনের দর বেড়েছে প্রায় ৪৫ ভাগ। একইভাবে মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন কোম্পানি ভিএফএস থ্রেড ২২ ভাগ এবং তৃতীয় সপ্তাহে নর্দাণ জুট প্রায় ২৫ ভাগ বেড়েছে।

এদিকে, দুর্বল প্রতিষ্ঠানের অস্বাভাবিক দর বাড়ায় নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়ে সংশয় বিশ্লেষকদের। এসব শেয়ারের লেনদেনের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা।

পুঁজিবাজারে সুষ্ঠু বিনিয়োগের পরিবেশ নিশ্চিতে এ প্রতিষ্ঠানগুলোকে দ্রতই নিয়ন্ত্রণের তাগিদ বিশ্লেষকদের।

আরো পড়ুন-
কওমি সনদের স্বীকৃতি: তসলিমারা কেন ভীত?
বিজেপি নেতার সঙ্গে তসলিমার অবৈধ সম্পর্ক ফাঁস, আছে সন্তানও
‘জামায়াত স্বাধীনতা বিরোধী কিন্তু হেফাজত স্বাধীনতা বিরোধী নয়’

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ