আওয়ার ইসলাম: নিহত সাংবাদিক জামাল খাশোগির ছেলে সালাহ খাশোগি আমেরিকায় চলে গেছেন। গতকাল তিনি সৌদি আরব ছাড়েন বলে খবর দিয়েছে সিএনএন।
চলতি বছরের ২ অক্টোবর তুরস্কে সৌদি কনসুলেটে হত্যা করা হয় সৌদি সমালোচক সাংবাদিক জামাল খাশোগিকে। এরপর সৌদিতে অনিরাপত্তাবোধ করছে তার পরিবার। যদিও এ ঘটনাও সৌদি প্রিন্স সালাহকে ডেকে সমবেদনা জানিয়েছেন।
গত একমাস ধরে খাশোগির ছেলের ওপর সৌদি আরব ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। সালাহ খাশোগি সাংবাদিক জামাল খাশোগির প্রথম সন্তান। সালাহ ছাড়াও তার পরিবারের লোকজন গতকাল একটি ফ্লাইটে করে আমেরিকায় পৌঁছান।
খাশোগির পরিবার আমেরিকায় পৌঁছানোর পর আমেরিকার ডেপুটি মুখপাত্র রবার্ট পালান্দিনো বলেন, আমরা সৌদির কাছে কৃতজ্ঞ তারা খাশোগির পরিবারকে আমেরিকায় আসতে অনুমতি দিয়েছে।
উল্লেখ্য, তুর্কি বাগদত্তার সঙ্গে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি।
খাশোগি নিখোঁজ হওয়ার ১৭ দিনের মাথায় গত শুক্রবার সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান আহমদ আল আসিরি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অন্যতম দেহরক্ষি সৌদ আল কাতানিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে।
‘মহাত্মা গান্ধীর মত অহিংস আন্দোলনে নামছে জমিয়ত’