শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ।। ১২ পৌষ ১৪৩২ ।। ৭ রজব ১৪৪৭

শিরোনাম :
৬ মাসেরও বেশি সময় ধরে হাদি হত্যার পরিকল্পনা: তদন্তকারী সংস্থা আমি চলে গেলেও আপনারা ইনসাফের লড়াই থামাবেন না : জাবের এবার রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘গাইডলাইন কর্মশালা’ করবে আস-সুন্নাহ এনসিপি ছাড়লেন তাসনিম জারা, নির্বাচন করবেন স্বতন্ত্র পাগলা মসজিদের দানবাক্সে হাদি হত্যার বিচার চেয়ে চিঠি ‘আলহামদুলিল্লাহ, আমি ইসলামের পক্ষের দুটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী’ ফেনীর আল-জামিয়া আল-মাদানিয়ার ইসলাহি মজলিস ও আবনা সম্মেলন ৩ জানুয়ারি ঢাকা-১৩ আসনে কাল মনোনয়নপত্র জমা দেবেন ইবনে শাইখুল হাদিস চট্টগ্রামের তিন আসনে প্রার্থী পাল্টালো বিএনপি অভিনয় ছাড়ার ঘোষণা লুবাবার, মেনে চলছেন পর্দা

জাবালে নূর পরিবহনের মালিকসহ ছয়জনের বিচার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় জাবালে নূর পরিবহনের মালিক শাহাদাত হোসেনসহ ছয়জনের বিচার শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার ওই ঘটনায় দায়ের করা মামলার আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত। পরে আদালতে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল বলেন, ‘আদালতে চারজন আসামি হাজির ছিলেন। তাদের বিরুদ্ধে চার্জগঠনের অভিযোগ পরে শুনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ২২ অক্টোবর এ আসামিদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে ২৫ অক্টোবর চার্জগঠনের দিন ধার্য করেন আদালত।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুপুরে কালশী ফ্লাইওভার থেকে নামার মুখে এমইএস বাস স্ট্যান্ডে ১৫/২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। এ সময় জাবালে নূর পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার সময় মুখেই দাঁড়িয়ে যায়। সেই সময় পেছন থেকে আরেকটি জাবালে নূরের বাস ওভারটেক করে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেল।

এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান দুইজন এবং আহত হন বেশ কয়েকজন। পরে এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় নিহতে মিমের বাবা জাহাঙ্গীর আলম এ মামলা দায়ের করেন।

গত ৬ সেপ্টেম্বর এ মামলায় ছয়জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শরীফুল ইসলাম।

চার্জশিটে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৭৯, ৩২৩, ৩২৫, ৩০৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। এছাড়াও চার্জশিটে ৪১ জনকে সাক্ষী এবং ছয় ধরনের আলামত জব্দ দেখানো হয়, যার মধ্যে রয়েছে তিনটি বাস এবং তিনটি ড্রাইভিং লাইসেন্স।

জাবালে নূরের মালিকসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ১০ লাখ টাকা দেবে জাবালে নূর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ