বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

জামালপুরে নিজামুদ্দীনপন্থীদের ইজতেমা হচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুর জেলার সর্বস্তেরের উলামায়ে কেরাম ও তাবলিগের শীর্ষস্থানীয় মুরুব্বীদের আপত্তির মুখে মাওলানা সা’দপন্থীদের ইজতেমা বন্ধ করে দিয়েছে জামালপুর জেলা প্রশাসন।

বুধবার (২৪ অক্টোবর) সকালে প্রশাসনের সঙ্গে তাবলীগের মুরব্বিদের এক বৈঠকে আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।

তবে ইজতেমার প্যান্ডেল করে ফেলায় শুক্রবার বাদ জুমা দুয়া মাহফিল করে এ আয়োজন শেষ করার অনুমতি পেয়েছে তারা।

বিশ্ব ইজতেমার বয়ান

জানা যায়, সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জেলা প্রশাসনের পক্ষে ‍উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কবির, এসপি দেলোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, পৌরসভার মেয়র মির্জা মণি এবং আইন সৃঙ্খলার বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ।

আলেমদের পক্ষে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা আবুল কাশেম, মুুফতি আবদুল্লাহ, মুুফতি মনির, হাজি জমিউল হক প্রমুখ।

এছাড়াও বৈঠকে ইজতেমার আয়োজকদের পক্ষ থেকে কবিরাজ মোস্তফা কামাল, আবদুর রাজ্জাকসহ ৫ জন উপস্থিত ছিলেন। তিন পক্ষের আলোচনা পর্যালোচনা শেষে জেলা প্রশাসন ইজতেমা স্থগিতের নির্দেশ দেন।

বৈঠকে উপস্থিত শায়খুল হাদীস মাওলানা আবুল কাশেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে এখানে কোনো ইজতেমা করা যাবে না।  শুক্রবার সংক্ষেপে দোয়া মাহফিল করে প্রোগ্রাম সম্পন্ন করতে হবে। আর ইজতেমার নাম করে জেলায় কোনো প্রকার তাশকিল করা যাবে না বলেও বলে দেয়া হয়েছে তাদের।

এর আগে বিতর্কিত নিজামুদ্দীনপন্থীদের ইজতেমা বন্ধে গত ২২ অক্টোবর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন তাবলীগের সাথী মুরব্বি ও ধর্মপ্রাণ হাজারও মানুষ।

জামালপুরের মাওলানা সাদপন্থী মুরব্বি হাকিম মোস্তফা কামালের নেতৃত্বে জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নের ইকোনোমিক জোন মাঠে আগামী ১ নভেম্বর থেকে তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয়েছিল।

জামালপুরে নিজামুদ্দীনপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে বিক্ষোভ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ