আওয়ার ইসলাম: কোনো রাজনৈতিক কারণে নয়, নারী সাংবাদিকের প্রতি অবমাননাকর মন্তব্যে ও নৈতিক স্খলনের কারণেই আইনানুযায়ী ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এমন দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সকালে ধানমণ্ডিতে নিজ বাসায় বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অমুসলিমদের সাথে যেমন ছিলেন রাসূল সা.
মইনুল হোসেনের গ্রেপ্তারের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই দাবি করে নাসিম বলেন, মইনুল হোসেন প্রকাশ্যে যেভাবে নারী সাংবাদিকের চরিত্র হনন করেছেন, তাতে তিনি সারা দেশেই নিন্দিত হয়েছেন।
ন্যূনতম শিষ্টাচার বোধ থাকলে তিনি একজন নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করতেন না।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, দেশে যথা সময়েই নির্বাচন হবে। কেউ নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না।
আরো পড়ুন-
নির্বাচনকালীন সরকার সম্পর্কে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
কওমি স্বীকৃতি ও হাইয়াতুল উলইয়ার কাছে আমাদের প্রত্যাশা
মৃত্যুকে যেভাবে আলিঙ্গন করেন প্রিন্সিপাল হাবীব রহ.