শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ।। ১২ পৌষ ১৪৩২ ।। ৭ রজব ১৪৪৭


ঢাকায় প্রতিবন্ধীবান্ধব ফুটপাত নির্মাণ করা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: আদালতের নির্দেশনার আলোকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ সর্বদা ফুটপাত থেকে অবৈধ উচ্ছেদ করতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এছাড়াও নতুনভাবে নির্মাণ/উন্নয়নকালে ফুটপাতসমূহ অন্ধ ও প্রতিবন্ধীদের চলাচলের উপযোগী করে তৈরি করা হচ্ছে।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য জানান।

মন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে সংসদে প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা।

তিনি জানান, পথচারীদের চলাচলের জন্য রাজধানীতে ফুটপাত সর্বদা উন্মুক্ত থাকে। কিন্তু কিছু দখলদার বেআইনীভাবে মাঝে মাঝে ফুটপাত দখল করে নিজ নিজ ব্যবসা পরিচালনা করেন।

জনস্বার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় অবৈধ দখল/ফুটপাত উচ্ছেদ কার্যক্রম অব্যাহতভাবে পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন এর মধ্যে ৮০ কিলোমিটার প্রতিবন্ধীবান্ধব ফুটপাত নির্মাণ করা হয়েছে।

পর্দা নারীর অলঙ্কার

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের হাওড় এবং নিচু এলাকার যে সকল সড়ক বন্যার পানিতে ডুবে যেতে পারে সে সকল সড়কে সাবমারসিবল রিগ্রিড প্রেভমেন্ট নির্মাণ করা হচ্ছে। যা বর্ষাকালে ডুবে থাকে এবং শুষ্ক মৌসুমে সড়ক হিসেবে ব্যবহার করা হয়।

এছাড়া বাজার এলাকায় ফ্লেক্সিবল পেভমেন্ট এর যে অংশ দ্রুত পানি নিষ্কাশন সুবিধার অভাবে নষ্ট হয়, মেরামতের সময় সড়কের সে অংশে রিগ্রিড পেভমেন্ট নির্মাণ করা হয়। বিগত এক বছর যাবত এ কার্যক্রম চলমান রয়েছে।

নিরাপদ সড়ক কিভাবে সম্ভব?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ