শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ।। ১২ পৌষ ১৪৩২ ।। ৭ রজব ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারীকে আটক এআইটির কোরআন প্রতিযোগিতা ২০২৫: বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মুফতি মনির কাসেমীর বিপরীতে মনোনয়ন ফরম কিনলেন ৫ বিএনপি নেতা ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ৩৫ বস্তা টাকা এমিরেটস এয়ারলাইন্সে মিলবে নামাজের সুবিধা ৩০ দিনে মক্কা-মদিনায় ৬ কোটি ৯০ লাখ মুসল্লির সমাগম নাবালিকাকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ, ব্যাংককর্মী গ্রেপ্তার ৭২ ঘণ্টায় হাদি হত্যার খুনি গ্রেফতার না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি প্রবাসীদের

দূর্গাপূজার কারণে পেছালো বিএনপির কালো পতাকা মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা,  আর পূজার কারণে বিএনপির দেশব্যাপী কালো পতাকা মিছিলের কর্মসূচি মঙ্গলবার থেকে পিছিয়ে ২১ অক্টোবর ( রবিবারে) নেয়া হয়েছে।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন যে, একই কারণে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন ১৭ তারিখ থেকে পিছিয়ে ২০ অক্টোবর এবং শ্রমিক দলের একই ধরনের কর্মসূচি ১৮ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর স্থানান্তর করা হয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ বিএনপির কিছু নেতাকে দণ্ড দেয়ার প্রতিবাদে দলটি কালো পতাকা মিছিলসহ দেশব্যাপী দুদিনের কর্মসূচি ঘোষণা করেছিল গত ১০ অক্টোবর।

একই কারণে মহিলা দল ও শ্রমিক দল একই দিনে তাদের কর্মসূচি ঘোষণা করে।

রাজধানীতে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার দুই মামলায় বুধবার রায় দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রায়ে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

রিজভী অভিযোগ করেন, সরকারের তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশব্যাপী গায়েবি মামলা দিয়ে চলেছে এবং গ্রেপ্তার করছে।

তার দাবি, শুক্রবার মিথ্যা মামলায় ঢাকা, বগুড়া, ময়মনসিংহ, দিনাজপুর, পটুয়াখালী, নাটোর, বরিশাল ও ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপির কয়েকশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রিজভী গায়েবি মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান এবং গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি করেন।

‘শাপলার ঘটনার সঙ্গে কওমি স্বীকৃতির সম্পর্ক নেই; এগিয়ে যাওয়ার পরিকল্পনা করুন’

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ