মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


চীনের অত্যাধুনিক ৪৮ ড্রোন কিনছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান চীন থেকে ৪৮টি অত্যাধুনিক ড্রোন কেনার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় পত্রিকা গ্লোবাল টাইমস।

পাক বিমান বাহিনী সূত্র জানায়, পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স কামরা ও চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন স্মমিলিতভাবে এই ড্রোন তৈরি করবে।

সামরিক বিশেষজ্ঞ সং ঝংপিং গ্লোবাল টাইমসকে বলেন, ৪৮টি ড্রোন বিক্রির চুক্তি এখন পর্যন্ত চীনের তৈরি ড্রোন রফতানির সর্ববৃহৎ চুক্তি।

ঝংপিং বলেন, অ্যানরোবেটিক দল এই চুক্তিতে জড়িত থাকাটা স্বাভাবিক। এ থেকে বোঝা যাচ্ছে, তারা ড্রোন অপারেটরদের প্রশিক্ষণও দেবে।

ঝংপিং আরও বলেন, চীনের ড্রোনগুলো পরিচালনা করার খরচও কম হওয়ায় এগুলো আন্তর্জাতিক বাজারে অধিক সফল হবে ।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিয়ানহুয়া গত ডিসেম্বরে জানিয়েছিল, উইউং লুং-টু প্রথমবার আকাশে ওড়ার আগেই অন্য একটি দেশের কাছ থেকে সবচেয়ে বেশি সংখ্যক চীনা ড্রোন কেনার একটি অর্ডার তারা পেয়েছিল। কিন্তু, কারা ওই ড্রোনগুলো কিনবে, তা তখন প্রকাশ করা হয়নি।

সূত্র: সিয়ানহুয়া

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরো পড়ুন-
সম্ভাবনার স্বীকৃতি বনাম শঙ্কার ভবিষ্যৎ
আল্লামা শফিকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; শালিসে ক্ষমা প্রার্থনা
‘মুফতি ইজহার হেফাজতের কেউ নন, তার দাবি পাগলের প্রলাপ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ