মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


এবার ঘুষখোর নেতাদের বিরোদ্ধে ইমরান খানের আলটিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতায় আসার পর দেশের উন্নতিতে একাধিক নজরকাড়া পদক্ষেপ নিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বারবার বলেছেন, দেশ চালানোর মতো অর্থ নেই পাকিস্তানে। দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতারা সব লুটেপুটে খেয়েছেন।

এবার সেই ঘুষখোর-দুর্নীতিগ্রস্ত নেতাদের ধরতে নতুন আইন করতে যাচ্ছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এ নেতা। রোববার লাহোরে এক সংবাদ সম্মেলনে নতুন আইন করার ঘোষণা দিয়েছেন তিনি।

পাশাপাশি রাষ্ট্রের অর্থসংকট দূর করতে বিদেশে পাচার হওয়া এসব অর্থ ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছেন ইমরান।

দুর্নীতিমুক্ত পাকিস্তান গড়ার প্রত্যয় নিয়ে জুলাইয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান।

পূর্ববর্তী নেতারা রাষ্ট্রীয় অর্থ লুটপাট করেছেন বলে অভিযোগ তোলেন তিনি। সংবাদ সম্মেলনে ইমরান বলেন, চরম অর্থসংকটে রয়েছে পাকিস্তান। চুরি হওয়া দেশের সম্পদ উদ্ধার করতে পারলেই সে সংকট দূরীভূত হবে।

জোর গলায় প্রধানমন্ত্রী আরও বলেন, গত কয়েক দশকে পাকিস্তানের কোটি কোটি ডলার রাষ্ট্রীয় সম্পদ চুরি হয়েছে। সেগুলো দেশ থেকে পাচার হয়েছে।

দুর্নীতিগ্রস্ত নেতাদের ধরতে নতুন আইন করার বিষয়ে ইমরান বলেন, আইনটি হলে দুর্নীতিগ্রস্ত নেতাদের চিহ্নিত করা যাবে। এসব নেতার কাছ থেকে অসদুপায়ে অর্জিত প্রায় ২০ শতাংশ সম্পদ রাষ্ট্রের কাজে লাগানো যাবে।

আর বাকি ৮০ শতাংশ অর্থ দিয়ে পাকিস্তানের ঋণ পরিশোধ করা সম্ভব হবে। এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। তবে ইমরান জানান, নতুন আইন তৈরির বিলটি কয়েক দিনের মধ্যে পার্লামেন্টে তোলা হবে।

দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাহায্যকারীকে বিশেষ পুরস্কার দেয়া হবে বলেও জানিয়েছেন ইমরান। এদিকে সোমবার থেকে শুরু হয়েছে ইমরান খানের ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি।

সূত্র: ডন নিউজ

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরো পড়ুন-
সম্ভাবনার স্বীকৃতি বনাম শঙ্কার ভবিষ্যৎ
আল্লামা শফিকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; শালিসে ক্ষমা প্রার্থনা
‘মুফতি ইজহার হেফাজতের কেউ নন, তার দাবি পাগলের প্রলাপ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ