আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, প্রচলিত রাজনীতি হিংসার ও পরশ্রীকাতরতার রাজনীতি। ফলে এক দলের কাছে অন্য দলের কিংবা একজনের কাছে অন্যজন নিরাপদ নয়। ইসলাম এমন এক সার্বজনীন ও কল্যাণের ধর্ম। সকল ধর্মের, বর্ণের মানুষ ইসলামে নিরাপদ।
তিনি বলেন, প্রচলিত রাজনীতির বলি হয়ে কত নিরীহ মানুষ জীবন দিচ্ছে। বিরোধী দল সরকারি লোকজনের হাতে, সরকারি দল বিরোধী দলের লোকজনের হাতে অথবা আধিপত্য বিস্তারে নিজ দলের কর্মীদের হাত জীবন দলীয় কর্মীরা জীবন দিচ্ছে।
ইসলামী শাসন ব্যবস্থা : মৌলিক দর্শন ও শর্তাবলি
এভাবে প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে ইসলামের সুমহান পতাকাতলে ফিরে আসতে হবে। অন্যথায় দেশে প্রতিহিংসা দিন দিন বেড়েই যাবে, কমবে না। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা হলে অন্যায়ভাবে মানুষকে আর জীবন দিতে হবে না।
আজ মঙ্গলবার দুপুরে পুরানা পল্টনস্থ দলের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।
এদিকে আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার এক সভা অনুষ্ঠিত হয়।
এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের ভোটাধিকার নেই। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে আগামী নির্বাচনে হাতপাখার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।
তিনি শুক্রবার বাইতুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশ সফলের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান ও আলহাজ্ব আলতাফ হোসেন, সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ব আব্দুল আউয়াল, ডা. শহিদুল ইসলাম, মুহা. নুরুজ্জামান সরকার, এইচএম সাইফুল ইসলাম, আলহাজ্ব ফজলুল হক মৃধা, আলহাজ্ব আবু আশিক, মুফতি নুর-উন-নাবী, আলহাজ্ব এমদাদুল ফেরদাউস, মুহা. নজরুল ইসলাম খোকন, আলহাজ্ব আনোয়ার হোসেন, মুহা. ইউনুস তালুকদার, আলহাজ্ব ইসমাইল, মাওলানা আবুল কালাম আজাদ, মুহা. জাহাঙ্গীর আলম প্রমুখ।
মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলনের ১০ দফা দাবি
-আরআর