আওয়ার ইসলাম: প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটার দাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
আজ বিকাল ৩টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে ‘বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ’ এই কর্মসূচি শুরু করে।
সংগঠনটির নেতারা বলেন, তারা সরকারি চাকরিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা সংরক্ষণের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা আন্দোলন চালিয়ে যাবেন দাবি আদায় না হওয়া পর্যন্ত। এ বিষয়ে ১১ দফা দাবি তুলে ধরে সন্ধ্যায় সংগঠনটি সংবাদ সম্মেলন করেছে।
এ দিকে পৃথক স্থানে বিকাল ৫টা থেকে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে সংগঠনটির সদস্যরা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।
প্রসঙ্গত, মন্ত্রিপরিষদ গত বুধবার এক বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অনুমোদন করে মন্ত্রিসভা।
কওমি মাদরাসা বিলে রাষ্ট্রপতির সাক্ষর
-আরআর