শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ।। ১২ পৌষ ১৪৩২ ।। ৭ রজব ১৪৪৭

শিরোনাম :
৩০ দিনে মক্কা-মদিনায় ৬ কোটি ৯০ লাখ মুসল্লির সমাগম নাবালিকাকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ, ব্যাংককর্মী গ্রেপ্তার ৭২ ঘণ্টায় হাদি হত্যার খুনি গ্রেফতার না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি প্রবাসীদের কেরানীগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ: শিশুসহ আহত ৪ শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনা হলেন তারেক রহমান যুদ্ধের মধ্যেই কোরআন মুখস্থ করলেন ৫০০ ফিলিস্তিনি, পেলেন সংবর্ধনা দুই ইসরায়েলিকে হত্যা, আহত ৬ সিরিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ৮ নামাজরত ফিলিস্তিনি ব্যক্তির ওপর গাড়ি চালিয়ে দিলো ইসরায়েলি সেনা

ইয়াবা সেবন, বহন বা সংরক্ষণ করলেই মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়াবা সেবন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির দায়ে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

এছাড়া ইয়াবা সেবনে কাউকে উদ্বুদ্ধ করা বা অর্থ বিনিয়োগ করলেও একই সাজার বিধান রাখার প্রস্তাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সোমবার আইনটির খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মুহাম্মদ শফিউল আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আগের একটি আইন রয়েছে। সেই আইনে ইয়াবা, সিসাসহ অনেক মাদকদ্রব্যের বিষয়ে কোনো শাস্তির বিধান ছিল না। নতুন এ আইনে বিষয়গুলো যুক্ত হয়েছে।

তিনি বলেন, বর্তমানে অনেক ধরনের মাদকদ্রব্য সমাজে বেচাকেনা হচ্ছে। এতে যুবক শ্রেণিসহ বিভিন্ন বয়সের ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আকৃষ্ট হচ্ছে। এ কারণেই আইনটি হালনাগাদ করার প্রয়োজন দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি ২৫ গ্রামের বেশি হেরোইন ও কোকেনসহ এজাতীয় মাদক গ্রহণ, সেবন, বেচাকেনা, সংরক্ষণ করলে তার সর্বনিম্ন দুই বছর সাজা ও সর্বোচ্চ ১০ বছরের সাজার প্রস্তাব করা হয়েছে এ আইনে।

এছাড়া এমন মাদক ২৫ গ্রামের বেশি সেবন, বেচাকেনা ও মজুদ করলে তার সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হবে।

ইয়াবা এখন মারাত্মক আকার ধারণ করেছে। আগের আইনটি যখন করা হয় তখন ইয়াবার বিষয়টি ছিল না। নতুন আইনে বিষয়টি জোর দেয়া হয়েছে বলে জানান শফিউল আলম।

আজকের মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৮ ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮-এর খসড়ার অনুমোদনও দেওয়া হয় বলে জানান তিনি।

৯ হাজার ইয়াবাসহ শ্যামলী পরিবহনের সুপারভাইজার, হেলপার আটক

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ