আওয়ার ইসলাম: সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছে মুক্তিযোদ্ধার সন্তানরা।
সড়ক, নৌ ও রেল পথে এ অবরোধ চলবে বলে গতকাল ঘোষণা দেয় তারা। তবে রোবকার অবরোধ থাকলেও শাহবাগে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।
রোববার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হওয়া শুরু করে।
জানা যায়, সকালে অবরোধের সমর্থনে কয়েকজন আন্দোলনকারী জড়ো হয় শাহবাগে। এ সময় চারপাশে যানবাহন আটকা পড়ে। পরে ১০টার পর থেকে বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীরা মোড়ে দেওয়া ব্যারিকেডগুলো সরিয়ে ফেলে গাড়ি চালান। এতে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধের বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান ও মুক্তিযোদ্ধা প্রজন্মের মুখপাত্র আ ক ম জামাল উদ্দীন মিডিয়াকে বলেন, সারাদেশে আমাদের কর্মসূচি চলমান রয়েছে। শাহবাগে আমরা শিথিল করেছি। এখানে হাসপাতাল রয়েছে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। আমরা আবার বিকেলের দিকে অবস্থান নিতে পারি।
তবে সারাদেশে অবরোধ চলমান থাকলেও কোথাও যাতায়াতে কোনো ধরনের সমস্যার কথা শোনা যায়নি। বরং যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেই সবার মতামত।
কোটা বহালের দাবিতে সড়ক-নৌ-রেলপথে অবরোধ ঘোষণা
-আরআর