আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিকল্পধারা সভাপতি বি. চৌধুরী ও ড. কামালকে নিয়ে বিএনপি ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র দেশের মানুষ সফল হতে দেবে না। তাদের এই ঐক্য দেশবিরোধী ষড়যন্ত্রের ঐক্য।
আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে পুরান ঢাকার চকবাজারে আওয়ামী লীগের নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এই কৃতিত্ব শেখ হাসিনার। তাই উন্নয়ন অব্যাহত রাখতে হলে ফের শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
আগামী নির্বাচনে কোনো দখলবাজ, চাঁদাবাজ নৌকার টিকিট পাবেন না উল্লেখ করে তিনি বলেন, এখন যারা মনোনয়ন দৌড়-ঝাঁপে আছেন তাদের জনগণের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। কোনো প্রকার অসুস্থ রাজনীতিতে লিপ্ত হওয়া যাবে না। একজন অন্যজনের ওপর কাঁদা ছুড়বেন না। জনপ্রিয়তা যার বেশি আমরা তাকেই মনোনয়ন দেব।
বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টিতে লিঁয়াজো কমিটি গঠন
-আরআর