মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


ছেলেরা কি হাফ হাতা গেঞ্জি বা শার্ট পরে নামাজ পড়তে পারবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন : আমি শুনেছি, হাতা গেঞ্জি বা শার্ট পরে নামাজ আদায় করলে তা মাকরুহ হবে। এই কথার সত্যতা কতটুকু? আমার প্রশ্ন- ছেলেরা কি হাফ হাতা গেঞ্জি বা শার্ট পরে নামাজ পড়তে পারবে?

চাকরি আপনাকে খুঁজছে

উত্তর : হ্যাঁ, হাফ হাতা শার্ট অথবা গেঞ্জি অথবা টি-শার্ট যেগুলো আছে, সেগুলো পরে যদি কেউ সালাত আদায় করে, তাহলে হয়ে যাবে। সালাত না হওয়ার কোনো কারণ এখানে নেই।

আর স্যান্ডো গেঞ্জি যেগুলো আছে, সেগুলো পরে যদি কেউ সালাত আদায় করেন, তাহলে তাঁর সালাত মাকরুহ হয়ে যাবে। কাঁধের ওপর যদি কোনো কাপড় দেওয়া থাকে বা চাদর দেওয়া থাকে, তাহলে তাঁর সালাত হয়ে যাবে। মূল কথা হলো, সালাতের সময় কাঁধ ঢাকতে হবে তাঁকে।

ফতোয়া প্রদান করেছেন: ইফতা বিভাগ, দারুল উলুম দেওবন্দ, ভারত।

আরও পড়ুন: মাদরাসা সিলেবাসে রাষ্ট্রবিজ্ঞান: কতটা জরুরি

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ