বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন : আইন উপদেষ্টা ‘শাপলা কলি’ যুক্ত হলো ইসির প্রতীক তালিকায় জামায়াতের সঙ্গে কোনও জোটে থাকবো না : জমিয়ত সভাপতি বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু নির্বাচন কমিশনে বাংলাদেশ খেলাফত মজলিসের স্মারকলিপি প্রদান ঢাকা মহানগর উত্তরের প্রার্থীদের নিয়ে নির্বাচনী সভা খেলাফত মজলিসের

আলো দিল লাঠি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু উবাইদুল্লাহ হাম্মাদ: তোমরা কি কখনো শুনেছ, লাঠি আলো দেয়! হাঁ, মূসা আলাইহিস সালামের লাঠির কথা হয়ত শুনেছ- আল্লাহর হুকুমে তা সাপ হয়ে গিয়েছিল। মস্ত বড় সাপ, যা দেখে মূসা আ. নিজেই ভয় পেয়ে গিয়েছিলেন।

আসলে লাঠির তো সাপ হওয়ার কোনো ক্ষমতা নেই। সে আল্লাহর হুকুমের অনুগামী। আল্লাহ সাপ হতে বলেছেন, তাই তা সাপ হয়ে গেছে; আবার লাঠি হয়ে গেছে।

তেমনি একটি ঘটনা আজ তোমাদের শোনাব। লাঠি আলো দেয়ার ঘটনা। তুমি বলতে পারো, লাঠি আবার আলো দেয় নাকি? হাঁ, আল্লাহর হুকুমে লাঠি যেমন সাপে পরিণত হতে পারে তেমনি আলোও দিতে পারে।

আল্লাহ যদি চান তাহলে লাঠি কেন; মাটি, পাথর বা যে কেনো জিনিষ আলো দিতে পারে; তেমনি আল্লাহ চাইলে একটি লাঠিও আলো দিতে পারে।

তো চলো শোনা যাক লাঠি আলো দেয়ার ঘটনা- নবীজীর প্রিয় সাহাবী আনাস রা. বলেন, একবার এক ভীষণ অন্ধকার রাতে উসাইদ ইবনে হুযাইর রা. এবং আব্বাদ ইবনে বিশ্র রা. নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। যখন তাঁরা কাজ শেষে বাড়ির দিকে রওয়ানা দিলেন, তখন ঘটল আজব এ ঘটনা।

তাঁদের দুজনের একজনের হাতের লাঠি আলো দেয়া শুরু করল। সে আলোতে তাঁরা পথ চলতে লাগলেন। তাঁরা একসাথে চলছিলেন। এক পর্যায়ে আলাদা হয়ে গেলেন এবং নিজ নিজ বাড়ির দিকে রওয়ানা হলেন।

এতক্ষণ একজনের লাঠি থেকে আলো বের হচ্ছিল, কিন্তু যখন তাঁরা আলাদা হয়ে গেলেন তখন উভয়ের লাঠি আলো দিতে লাগল।আল্লাহর কুদরতি সেই আলোতে তাঁরা নিজ নিজ বাড়িতে পৌঁছলেন।

(দ্র. মুসনাদে আহমাদ, হাদীস ১২৯৮০; মুসতাদরাকে হাকেম, হাদীস ৫২৬১)

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানু

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ