মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিভিন্ন এলাকায় ত্রাস হিসেবে পরিচিত আপন ওরফে সিজার (৩২) নামে এক চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছেন পুলিশের তিন দস্য। পুলিশ জানায় নিহত সিজার ১১ মামলার আসামি। বুধবার রাতে শহরতলীর মাটিডালি এলাকায় দ্বিতীয় পাইপাসে পল্লীমঙ্গল সড়ক চারমাথায় এ ঘটনা ঘটে।

বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, সংবাদ পাই মাটিডালি ব্রিজ এলাকায় ডাকাতরা ডাকাতির জন্য সমবেত হচ্ছে। পরে রাত আড়াইটার দিকে টহল পুলিশ সেখানে পৌঁছায়। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে একজনকে পড়ে থাকতে দেখা যায়।

তিনি জানান, আহত সিজারকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।তিনি জানান, এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত সিজারের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ৫টি অস্ত্র মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।

বিসফটি – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ