আওয়ার ইসলাম: রাজধানীর মতিঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় পাঠাও চালকসহ দুই জন নিহত হয়েছেন।
রোববার (০২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মতিঝিল সড়ক ভবনের পূর্বপাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাঠাও চালক রিপন সিকদার (৩১) ও আরোহী জানে আলম গাজী (৩০)।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। দুর্ঘটনার শিকার মোটরসাইকলেটি ভাড়ায় চালিত (পাঠাও)। জানতে পেরেছি একটি লরি মোটরসাইকলেচিকে চাপা দিয়ে পালিয়ে গেছে।
নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি।
এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন
আরএম/